মানুষ স্বভাবতই ব্যাংকে-ট্যাংকে টাকা পয়সা জমায়,
আর আমি?
আমার বুকের হাওয়া কুঠুরিতে যত্ন করে দুঃখ জমাই
ছোটোখাটো দুঃখ, মাঝারি-টাঝারি দুঃখ,
ইয়া বিশাল আকারের বড় বড় দুঃখ।
আমি রোজই দুঃখ কুড়াই,
দুঃখ জমাই।
একদিন সঞ্চিত দুঃখগুলো বেচে
তোমার কাছ থেকে একপলকা সুখ কিনবো বলে
আমি রোজই বুকের ভেতর লাল নীল দুঃখ জমাই।
মাধবপুর, হবিগঞ্জ।