হবিগঞ্জ ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo মাধবপুরে মাজার ওরসের জেরে সংঘর্ষ, আহত ৪ Logo চুনারুঘাটে দৈনিক আমার দেশ পত্রিকা নব অভিযাত্রা উপলক্ষে পাঠক ফোরামের আলোচনা সভা Logo চুনারুঘাটে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী পর্যটকের মৃত্যু Logo অসুস্থ সাবেক কৃতি ফুটবলার আকছিরের পাশে চুনারুঘাট উপজেলা ফুটবল একাডেমি  Logo আহম্মদাবাদ ইউনিয়নে বিজয় দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন Logo শহীদ মিনারে আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন Logo সীমান্তের ত্রাস গণধর্ষণ মামলার আসামী আবুল গ্রেপ্তার Logo চুনারুঘাটে  স্ত্রীর যৌতুক মামলায় বিয়ে পাগল স্বামী গ্রেপ্তার Logo নবাগত ইউএনওর সাথে চুনারুঘাট প্রেসক্লাবের পরিচিত সভা ও মতবিনিময় Logo মাধবপুরে বিএনপির কর্মী সভা
রহস্য উন্মোচনের পর পুলিশের প্রেস কনফারেন্স

পিতাকে যাদুকরে হত্যার সন্দেহে কবিরাজকে গলা কেটে হত্যা

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 39;

চুনারুঘাটে পিতাকে যাদুকরে হত্যার সন্দেহে কবিরাজ শনিচরণ সাওতাল ওরপে অজিতকে গলা কেটে হত্যা করেছে ঘাতক। হত্যার ২০ দিনের মাথায় হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের তদন্তে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন হয়েছে।

এঘটনায় পুলিশ হত্যায় ব্যবহৃত দাড়ালো দা সহ আলামত জব্দ করে এবং ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামী গ্রেফতার করে। এ বিষয়ে আজ রবিবার (৩নভেম্বর)   দুপুরে চুনারুঘাট থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুনারুঘাট মাধবপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান সরকার।

তিনি আসামীর বরাত দিয়ে জনান, গত ১২ অক্টোবর উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলায় শনিচরণ শাওতাল ওরফে অজিত সাঁওতাল (৪৫) কে গলাকেটে হত্যা করে ধান্য জমিতে ফেলে পালিয়ে যায় খুনি।

এ ঘটনায় নিহতের ভাই অনিল সাওতাল থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় একই এলাকার নকুল ভৌমিজের ছেলে দ্বিপক ভৌমিজ (২৪) কে র‌্যাবের সহায়তায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে দ্বিপক হত্যাকান্ডের কথা স্বীকার করেছে জানিয়ে এএসপি আজিজুর রহমান সরকার আরও বলেন, নিহত অজিত প্রকাশ শনিচরন সাওতাল কবিরাজ (তান্ত্রিক) পেশায় নিয়োজিত থাকায় নিহতের সাথে আসামী অনুকূল ভৌমিজ প্রকাশ দিপকের পিতা নকুল ভৌমিকের পূর্ব বিরোধ ও মনোমালিন্যতা ছিল।

বিগত কয়েক বছর পূর্বে দিপকের পিতা নকুল ভৌমিজ মারা গেলে, অনুকূল ভৌমিজ প্রকাশ দিপক তার পিতার মৃত্যুর জন্য নিহত অজিত প্রকাশ শনিচরন সাওতালকে দায়ী করে আসছিল।

এ নিয়ে গত ১২ অক্টোবর রাতে অনুকূল ভৌমিজ প্রকাশ দিপক নিহত অজিত প্রকাশ শনিচরন সাওতালকে বাজার করে বাড়ি ফেরার পথে একা পেয়ে তার সাথে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি করে।

একপর্যায়ে দিপক উত্তেজিত হয়ে দাড়াঁলো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। পরে এ বিচ্ছিন্ন মাথাসহ মৃতদেহ পার্শ্ববর্তী ধানী জমিতে ফেলে দিপক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তির সহায়তায় দ্বিপক ভৌমিজ(২৪) কে র‌্যাবের সহায়তায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে দ্বিপক হত্যাকান্ডের কথা স্বীকার করেছে জানিয়ে এএসপি আজিজুর রহমান সরকার আরও বলেন, ঘটনার দিন ওই চা- শ্রমিককে বাড়ী পাশের ধানের জমিতে নিয়ে গলাকেটে হত্যা করে। গ্রেফতারকৃত দিপ্ক ভৌমিজকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এএসপি।

ব্রিফিংএ আরও উপস্থিত চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে মাজার ওরসের জেরে সংঘর্ষ, আহত ৪

রহস্য উন্মোচনের পর পুলিশের প্রেস কনফারেন্স

পিতাকে যাদুকরে হত্যার সন্দেহে কবিরাজকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

চুনারুঘাটে পিতাকে যাদুকরে হত্যার সন্দেহে কবিরাজ শনিচরণ সাওতাল ওরপে অজিতকে গলা কেটে হত্যা করেছে ঘাতক। হত্যার ২০ দিনের মাথায় হবিগঞ্জের চুনারুঘাট থানা পুলিশের তদন্তে ক্লুলেস মামলার রহস্য উদঘাটন হয়েছে।

এঘটনায় পুলিশ হত্যায় ব্যবহৃত দাড়ালো দা সহ আলামত জব্দ করে এবং ঘটনায় অভিযুক্ত একমাত্র আসামী গ্রেফতার করে। এ বিষয়ে আজ রবিবার (৩নভেম্বর)   দুপুরে চুনারুঘাট থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চুনারুঘাট মাধবপুর সার্কেল এর সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ আজিজুর রহমান সরকার।

তিনি আসামীর বরাত দিয়ে জনান, গত ১২ অক্টোবর উপজেলার দেউন্দি চা বাগানের ফুলছড়ি টিলায় শনিচরণ শাওতাল ওরফে অজিত সাঁওতাল (৪৫) কে গলাকেটে হত্যা করে ধান্য জমিতে ফেলে পালিয়ে যায় খুনি।

এ ঘটনায় নিহতের ভাই অনিল সাওতাল থানায় মামলা দায়ের করলে তথ্য প্রযুক্তির সহায়তায় একই এলাকার নকুল ভৌমিজের ছেলে দ্বিপক ভৌমিজ (২৪) কে র‌্যাবের সহায়তায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে দ্বিপক হত্যাকান্ডের কথা স্বীকার করেছে জানিয়ে এএসপি আজিজুর রহমান সরকার আরও বলেন, নিহত অজিত প্রকাশ শনিচরন সাওতাল কবিরাজ (তান্ত্রিক) পেশায় নিয়োজিত থাকায় নিহতের সাথে আসামী অনুকূল ভৌমিজ প্রকাশ দিপকের পিতা নকুল ভৌমিকের পূর্ব বিরোধ ও মনোমালিন্যতা ছিল।

বিগত কয়েক বছর পূর্বে দিপকের পিতা নকুল ভৌমিজ মারা গেলে, অনুকূল ভৌমিজ প্রকাশ দিপক তার পিতার মৃত্যুর জন্য নিহত অজিত প্রকাশ শনিচরন সাওতালকে দায়ী করে আসছিল।

এ নিয়ে গত ১২ অক্টোবর রাতে অনুকূল ভৌমিজ প্রকাশ দিপক নিহত অজিত প্রকাশ শনিচরন সাওতালকে বাজার করে বাড়ি ফেরার পথে একা পেয়ে তার সাথে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি করে।

একপর্যায়ে দিপক উত্তেজিত হয়ে দাড়াঁলো দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে দেহ হতে মাথা বিচ্ছিন্ন করে ফেলে। পরে এ বিচ্ছিন্ন মাথাসহ মৃতদেহ পার্শ্ববর্তী ধানী জমিতে ফেলে দিপক পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে তথ্য প্রযুক্তির সহায়তায় দ্বিপক ভৌমিজ(২৪) কে র‌্যাবের সহায়তায় শনিবার রাতে মাধবপুর থেকে গ্রেফতার করে পুলিশ।

জিজ্ঞাসাবাদে দ্বিপক হত্যাকান্ডের কথা স্বীকার করেছে জানিয়ে এএসপি আজিজুর রহমান সরকার আরও বলেন, ঘটনার দিন ওই চা- শ্রমিককে বাড়ী পাশের ধানের জমিতে নিয়ে গলাকেটে হত্যা করে। গ্রেফতারকৃত দিপ্ক ভৌমিজকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন এএসপি।

ব্রিফিংএ আরও উপস্থিত চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন রায়।