চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের (মনোয়ারা জহুর সামাজিক সংগঠন) এর উদ্যোগে ও সৌদি প্রবাসী জহুর হোসেনের পক্ষ থেকে হবিগঞ্জের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছ।
সম্প্রতি হবিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বন্যায় পানিতে ঘরবন্দী হয়ে পড়েন অনেকই। তাদের কিছু দুঃখ লাগব করতে সৌদি প্রবাসী জহুর হোসেনের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান।
বিতিরণে সহযোগিতায় ছিলেন-মনোয়ারা জহুর সামাজিক সংগঠন এর শিবলু তালুকদার, মুনির সরকার, মো: জুনায়েদ আহমেদ,আসাদুজ্জামান শামীম, এসএফ ফয়সাল আহমেদে ও মোশাহিদ মিয়া প্রমূখ।