হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৩এপ্রিল) বানিয়াচং ডাঃ ইলিয়াছ একাডেমী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ আর্থিক সহায়তা বিতরণ করা হয়।
হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরোর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিয়াচঙ্গের সাবেক উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খাঁন।
বিশেষ অতিথি অতিথি ছিলেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আরফান আলী, বানিয়াচং ডাঃ ইলিয়াছ একাডেমীর প্রধান শিক্ষক মোঃ হেমায়েত আলী খাঁন, হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর সহ-সভাপতি মোঃ আবুল হোসেন।
এসময় অন্যান্যে মাঝে উপস্থিত ছিলেন, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মখলিছ মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সহকারি শিক্ষক এম নুরুল ইসলাম ও পলাশ ভট্টাচার্য প্রমুখ।
সভায় বক্তারা হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে এর প্রধান উপদেষ্টা মন্নান চৌধুরী, সভাপতি ফজিলত আলী খান, সিনিয়র সহ-সভাপতি হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন চৌধুরী হিরো সহ সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান। বক্তারা বলেন, পবিত্র রমজান মাসের শুরুতে আর্থিক সহায়তা প্রদান করায় দুঃস্থ ও অসহায় মানুষের উপকারে আসবে। পরে ১২৪ জন দুঃস্থ ও অসহায় মানুষের হাতে আর্থিক সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।