সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনসহ ৭ দফা দাবী আদায়ে ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষে চুনারুঘাটে প্রচার মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চুনারুঘাট উপজেলা শাখা। ১৭ জুলাই, বৃহস্পতিবার বিকাল ৫টায় শুরু হয়ে মিছিলটি চুনারুঘাট বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে মধ্যবাজার গোল চত্ত্বরে এসে সমাপ্ত হয়।
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী ফুয়াদ হাসানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইদ্রিস আলী, বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট নজরুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলীসহ চুনারুঘাট উপজেলা জামায়াতের বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।