হবিগঞ্জের মাধবপুরে জাতীয়তাবাদী দল বিএনপি পৌরসভার ৮নং ওয়ার্ডের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৯ ডিসেম্বর) রবিবার বিকালে পৌরসভার গঙ্গানগরে ওয়ার্ড কমিটির সভাপতি নগেন্দ্র ঋষি’র সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন আল রনি, সিনিয়র সহসভাপতি মাসুকুর রহমান মাসুক, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, বিএনপি নেতা ঠাকুর ধন ঋষি, ধীরেন ঋষি প্রমুখ।
বক্তাগণ বলেন- ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে বিগত ফ্যাসিষ্ট সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশে- বিদেশে বসে যড়যন্ত্র করে যাচ্ছে।
এই যড়যন্ত্রকারীদের প্রতিহত করতে আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।