লাখাইয়ে পূর্ব সিংহগ্রামের পুকুর থেকে মদনটাক নামক পাখি টি স্থানীয়রা উদ্ধার করেছে । পরে বন বিভাগের লোকজনের কাছে হস্তান্তর করে। আজ (১এপ্রিল) শুক্রবার সকালে উদ্ধারকৃত মদনটাক নিজেদের হেফাজতে নিয়েছে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তর।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় পাখিটি উপজেলার পূর্ব সিংহগ্রাম গ্রামের মাঠে এসে বসে। পরে শিশুরা সেটিকে দৌড়াতে থাকলে পাখিটি এসে মমিন মিয়ার পুকুরে বসে।
এটিকে ধরে একটি স্থানে রাখেন স্থানীয়রা। পরে হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরকে খবর দিলে তারা এসে উদ্ধার করে নিয়ে যায়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদপ্তরের ফরেস্টার তোফায়েল আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, মদনটাক কিছুটা অসুস্থ। সুস্থ হওয়ার পর অবমুক্ত করা হবে।
এ পাখি সাধারণত বড় কোনো বিলের কাছে ও নদীর মোহনার কাছাকাছি নিরাপদ স্থানে বাস করে।সারা বিশ্বে বিপন্ন ও বিরল হিসেবে পরিচিত মদনটাক পাখিকে বাংলাদেশে অনেকে হারগিলাও বলে থাকেন।বর্তমানে এই পাখির সংখ্যা কম ও অনিয়মিত।