নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে বাবা-মা কে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুরের দায়ে সামাদুল হক ইমন (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন ভ্রাম্যমান আদালত বসিয়ে এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত সামাদুল হক ইমন নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
জানা যায়, নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ গ্রামের সামাদুল হক ইমন প্রায়ই নেশার করার টাকার জন্য পিতা-মাতাকে মারধর ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে আসছিল।
বৃহস্পতিবার বিকেলে পুনরায় পিতা মাতাকে মারধর করে ইমন।পরে খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সামাদুল হক ইমনকে আটক করে।
পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ইমনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মহিউদ্দিন মোবাইল কোর্টের সত্যতা নিশ্চিত করেছেন