হামিদুর রহমান, মাধবপুর:
মাধবপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ক্যারেট পঁচা চিংড়ি মাছ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারী) সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে পৌরসভার মাছ বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।
মাধবপুর উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ বলেন, আজ সকালে বিভিন্ন বাজারের মাছ বাজারে এই অভিযান পরিচালনা করা হঢ । অভিযানকালে ৩ ক্যারেট পঁচা চিংড়ি মাছ উদ্ধার করা হয়। মাছ গুলো দেখে বুঝা যায় যে ১০ থেকে ১৫ দিন আগের । তিনি আরো বলেন- এই মাছ গুলো শহরে বিভিন্ন হোটেলে ডেলিভারি দেওয়া হয়েছে । এ মাছের তৈরি খাদ্য হিসেবে গ্রহণ করা হলে মানব দেহের জন্য মারাত্মক ক্ষতি কর হয়ে দাঁড়াবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে মাছ উদ্ধারের সময় বিক্রয়তা অভিযানের অবস্থা টের পেয়ে অনেকেই পালিয়ে যায় । পরে উদ্ধারকৃত পঁচা চিংড়ি মাছ পৌর শহরের নদীতে ফেলে দেওয়া হয়।