বিআরটিএ চেয়ারম্যানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসন, বিআরটিএ হবিগঞ্জ ও পুলিশ বিভাগের মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সমন্বয়ে গঠিত ভিজিলেন্সের অভিযান পরিচালিত হয়েছে। আজ (৩ এপ্রিল) হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে অভিযান পরিচালনা করা হয়।
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উদযাপন শেষে যাত্রী সাধারণের ঈদ ফিরতি যাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে মোটরযানের গতি নিয়ন্ত্রণ, সরকার নির্ধারিত ভাড়া নিশ্চিত করা, অতিরিক্ত যাত্রী বহন প্রতিরোধ, ড্রাইভারদের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিতকরণ এবং যাত্রী ও পরিবহন কাউন্টার পরিদর্শন করা হয়।
এ সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে এবং বাস মালিক ও শ্রমিকদের যথাযথ নির্দেশনা প্রদান করে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।