বাহুবলে আছিয়া ধর্ষণ ও খুনীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে ছাত্র-জনতার মশাল মিছিল করেছে। গতকাল রাত ৮টায় মিরপুর বাজারে এ প্রতিবাদ সভা ও মশালের ডাক দেয় ছাত্র জনতা।
প্রসঙ্গ, যে শিশুটি এখনো মেয়ে হয়ে উঠরনি বা দুনিয়া কি বুঝতে পারেরি, সে শিশু বাচ্চাটিকে ধর্ষণ করে মেরে ফেললো নরপিশাচ ধর্ষকরা। এতে ক্ষোভে ফেটে পড়েছেন সারা দেশে ছাত্র-জনতা।
এরই প্রেক্ষিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবীতে মশাল মিছিল করেন বাহুবল মিরপুরের স্থানীয় ছাত্র জনতা।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রনেতা হাফিজুর রহমান শাওন, তোফায়েল আহমেদ, ফয়সল আহমেদ, খালিদ মোশাররফ,সুজন আহমেদ শাকিব আহমেদ, কাওছার আহমেদ,নয়ন আহমেদ, ব্যবসায়ী সবুজ মিয়া, কাওছার মিয়া সহ আরো শতাধিক ছাত্র জনতা।
বক্তারা রাষ্ট্রের প্রতি ক্ষোভ রেখে বলেন, যেখানে ঘটনা এবং খুনী স্পষ্ট সেখানে বিচারকার্যে প্রশাসনের নিরবতা হতাশাজনক।
একজন বক্তা বলেন, যদি ধর্ষকদের ২৪ ঘন্টার মধ্য শাস্তি কার্যকর করা হতো তাহলে গতকাল আরেকটি ধর্ষনের ঘটনা ঘটেছে যা ঘটানোর সাহস দুষ্কৃতিকারীরা পেতো না।
বক্তারা আরো বলেন, যেহেতু আমাদের বোন আছিয়া বেঁচে নেই এবং খুনিরা কারাগারে আছে সেহেতু যদি দ্রুত তাদের মৃত্যুদন্ড কার্যকর করা না হয় তাহলে সারা দেশের সাথে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে দেশকে অচল করে দিবেন।
এছাড়াও বক্তারা মিরপুর পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মিনারা হত্যাকান্ডে প্রশাসনের নিরবতাকে প্রহসন বলে আখ্যা দিয়ে বলেছেন, যদি প্রশাসন এর বিহিত করতে না পারে এবং কোনোভাবে খুনীদের দ্বারা ম্যানেজ হয়ে ধামাচাপা দেয়ার চেষ্টা করে তাহলে মহাসড়ক অবরোধসহ থানা ঘেরাও কর্মসূচী দিবেন তারা।
দ্রুততম সময়ের মধ্য বিচারকার্য সম্পন্ন না হলে মহাসড়ক অবরোধের ঘোষনা দিবেন বলে তারা উক্ত মশাল মিছিলের সমাপ্তি ঘোষনা করেন।