চুনারুঘাটে রিপন তরফদার আন্তঃ ইউনিয়ন প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা লন্ডন বাড়ির সামনে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান অতিথি পৃষ্ঠপোষক ও এফএন ফাউন্ডেশনের ফাউন্ডার চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন।
আলোচনা সভায় ইউপি সদস্য মীর সানু মিয়ার সভাপতিত্বে ও খেলার পরিচালক সুহেল মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন-সেকড় সামাজিক সংগঠনের সভাপতি নুরুজ্জামান তরফদার স্বপন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি খন্দকার আলাউদ্দিন, ইতালি প্রবাসী খালেদুর রহমান খালেদ, স্থানীয় মুরুব্বি ফকির ভিংরাজ মিয়া, সাংবাদিক খন্দকার রাজিব, কেউন্দা গ্রামের সবুজ মিয়া প্রমূখ।
খেলা পরিচালনা করেন কেউন্দা রাডার ক্লাবের সদস্য শাহিদ মিয়া, মহন, তানিম, নাহিদ, আরিফ, শাকিল ও তানজিম মিয়া। উদ্বোধনীয় ম্যাচে নাঈম ইলেক্ট্রনিক (পৌরসভা) বনাম চুনারুঘাট পৌরসভা মুখোমুখি হয়।
খেলায় নাঈম ইলেক্ট্রনিক ৪০ রানে জয়ী হয়। উক্ত টুর্নামেন্টে উপজেলা ও পৌরসভার মিলে ১৬ টি দল অংশগ্রহণ করবে।
প্রসঙ্গ, উক্ত টুর্নামেন্টের আর্থিক সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবক একেএম মনিরুজ্জামান তরফদার রিপন ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন।