স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক এই স্লোগানকে সামনে রেখে চুনারুঘাটে সাতদিন ব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
আজ (৮ জুন) শনিবার সকাল ১১টায় ভূমিসেবা উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তারের সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল আলম মাহবুরের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা মাইদুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, চুনারুঘাট সদর ভূমি অফিসের কর্মকর্তা আব্দুল্লা আল মামুন সহ অনেকেই।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গ, আগামী ১৫ই জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ চলবে।