হবিগঞ্জের মাধবপুরে নিখোঁজের চারদিন পর হাফেজ বুলবুল আহমেদ হৃদয় (২০) নামে এক যুবকের মরদেহ সোনাই নদী থেকে উদ্ধার করছে পুলিশ।
আজ সোমবার (১৮ মার্চ) সকালে মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো: আতিকুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল চৌমুহনী ইউনিয়নের কমলানগর এলাকায় সোনাই নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন।
সে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলানগর গ্রামের আইয়ুব আলীর পুত্র। এলাকা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে বুলবুল আহমেদ হৃদয় মাছ ধরার জন্য বাড়ির পাশে সোনাই নদীতে গিয়ে আর ফেরত আসেনি।
পরিবারের লোকজন তাকে নানা জায়গায় সন্ধান করে নদীর পাড়ে তার ব্যাবহৃত জুতা ও মাছ ধরার সরঞ্জাম খুঁজে পায়।
অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে রাতে তার বড়ভাই মাধবপুর থানায় একটি জিডি করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সোনাই নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।