হবিগঞ্জের মাধবপুরে স্বামীর বিশেষ অঙ্গ দ্বিখন্ডিত করার ঘটনায় স্ত্রী ও শাশুরী কে পুলিশ গাজীপুর থেকে গ্রেফতার করছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতার স্ত্রী জোনাকি বেগম ও শাশুড়ী বকুল বেগম কে মাধবপুর থানায় নিয়ে আসা হয়েছে।
মাধবপুর থানার পরির্দশক (তদন্ত) আতিকুর রহমান জানান ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় স্ত্রী জোনাকী বেগম ও তার সহযোগিরা জুসের সঙ্গে চেতনানাশক কিছু মিশিয়ে স্বামী হাবিব মিয়াকে তন্দ্রারত অবস্থা ধারালো ছুরি দিয়ে পুরুষাঙ্গ দ্বিখন্ডিত করে।
চিৎকার শুনে প্রতিবেশীরা হাবিবকে উদ্ধার করে। আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে অস্ত্রোপচার করা হয়। এখন পর্যন্ত তিনি ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন।
হাবিব মিয়া পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলার শশই গ্রামের রাষ্টু মিয়ার ছেলে। নজরপুর গ্রামে বসবাসরত জোনাকীর সঙ্গে হাবিবের দ্বিতীয় বিয়ে হয়। কিছু দিন যেতে না যেতেই স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।
বিরোধের জের ধরে এ ঘটনা ঘটায় স্ত্রী জোনাকি। এ ঘটনায় হাবিবের পিতা রাষ্টু মিয়া বাদী হয়ে জোনাকী ও তার মা সহ কয়েকজনকে আসামী করে থানায় একটি মামলা করে। ঘটনার পর থেকে জোনাকী ও তার মা বকুল বেগম আত্মগোপনে চলে যায়।
তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর মেট্রোপলিটন এলাকার কাশিমপুর থানা পুলিশের সহযোগিতায় মাধবপুর থানার এসআই রায়হান বৃহস্পতিবার ভোর রাতে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।