চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাড়ি চালকদের ৩৩ হাজার টাকা জরিমান আদায় করা হয়েছে।
আজ (১২ সেপ্টেম্বর) মঙ্গলবার হবিগঞ্জ বিআরটিএ’র সহযোগিতায় পৌরসভার উত্তর বাজার এলাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর আওতায় ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা আদায় করা হয়।
এসময়ে সড়ক পরিবহন আইন-২০১৮ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে বিভিন্ন গাড়িচালককে ৩৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, চুনারঘাটরউপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ ভৌমিক।
এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন হবিগঞ্জ বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মোঃ হাফিজুল ইসলাম খাঁন সহ চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।