পুরাতন ঢাকা সিলেট মহাসড়কের চুনারুঘাটে চান্দপুর নামক স্থানে দুটি মোটর সাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলেই এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ (২৪ এপ্রিল) সোমবার বিকেল টায়। নিহত মিন্তোষ গোপ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের নারায়ন পুর গ্রামের মনোরঞ্জন গোপোর পুত্র।
সে প্রাণ আরএফএল কোম্পানীতে কর্মরত ছিল বলে আইডি কার্ড থেকে জানা গেছে। খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে চুনারুঘাট হাসপাতালে পাঠায়।
তাদের মধ্যে আশঙ্কাকাজনক অবস্থায় নয়ানী গ্রামের আঃ গফুর এর ছেলে সাজেল হাসান(১৭) চন্দনা গ্রামের ফজল মিয়ার পুত্র সোহাগ (২৫) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অপর আহত চন্দনা গ্রামের সাধু মিয়ার পুত্র সজিব (২৪), সামসুল হক (৪৫), রানু মিয়া ও রমজান মিয়ার ছেলে জনি (২২) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।