চুনারুঘাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ বছরের আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় চুনারুঘাট উপজেলা পরিষদ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সার ও বীজ বিতরণ করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ৩টি ইউনিয়নের ৬০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি মৌসুমে চুনারুঘাট উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হবে। বাকী সকল ইউনিয়নেই পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল কাদির লস্কর।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিকের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চুনারুঘাট উপজেলা কৃষি অফিসার ও কৃষিবিদ মোঃ মাহিদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মহিতুর রহমান রুমন ফরাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসার মোঃ সজীব হোসেন।
এসময় অতিথিগণ ৩টি ইউনিয়ন পরিষদের কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার ও বীজ তুলে দেন। আউশ প্রণোদনা কার্যক্রম এর আওতায় প্রতি কৃষককে ৫ কেজি করে উফশী জাতের ধান বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিনামূল্যে প্রদান করা হচ্ছে।