শায়েস্তাগঞ্জে কদমতলী গ্রামে পূর্বশত্রুতার জের ধরে বাদীকে মারধরের ঘটনার মামলায় ৫ বছর পর আসামী দুলাল মিয়াকে ১ বছর ১০ মাসের সাজা দিয়েছেন আদালত। এসময় এই মামলায় দুই আসামীকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
গতকাল (১৬ মার্চ) বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ জাকির হোসেন এই রায় দেন। এসময় উক্ত মামলার তিন আসামী আদালতে উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামী দুলাল মিয়াকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ জুন পূর্বশত্রুতার জের ধরে কদমতলী গ্রামের আবু মিয়ার কন্যা সুফিয়া খাতুনকে লোহার রড দিয়ে মারধর করে একই গ্রামের আব্দুল জলিল ওরফে কাজী মিয়ার পুত্র দুলাল মিয়া, মতিন মিয়া ও রেজ্জাক মিয়া।
এতে সুফিয়া খাতুন বাম পায়ে মারাত্মক জখম হয়। এঘটনায় সুফিয়া খাতুন বাদী হয়ে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং জিআর ৪৭/২০১৮।
বাদী পক্ষের আইনজীবী এডভোকেট তাজ উদ্দিন সুফী বিষয়টি নিশ্চিত করেন। মামলার বাদী সুফিয়া খাতুন বলেন, এই রায়ে আমি খুশি তবে একই মামলার দুই আসামী খালাস পেয়ে মামলা উঠানোর জন্য আমাকে হুকমি ধামদি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।