বাহুবলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী যুবক নিহত হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ঢাকা সিলেট মহা সড়কের পুটিজুরী ইউনিয়নের চকসুখচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায,বাহুবল উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের মিরের পাড়া গ্রামের মৃত মুহিত মিয়ার পুত্র আজাদ মিয়া(২৫) বুধবার সন্ধ্যায় মোটর সাইকেল যোগে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকা থেকে পুটিজুরী বাজারে আসছিলেন।এমতাবস্থায় চকসুখচর নামক স্থানে পৌঁছামাত্রই অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।এসময় আজাদ মিয়ার মোটর সাইকেল দুমড়েমুচড়ে রাস্তায় পড়ে যায়।পরে আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মীরেরপাড়া গ্রামের বাড়িতে নিয়ে যান।