মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বহরা গ্রামের প্রবাসী জয়নাল মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। আজ সোমবার (১১জুলাই) দুপুরে বহরা রাবার ড্যাম এলাকায় ঘন্টাব্যাপি মানবন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক শেখ মোঃ লুৎফুর রহমান, সাবেক মেম্বার ফরিদ মিয়া,মোস্তাফিজুর রহমান মাসুদ, সবুজ মিয়া , প্রবাসী জয়নাল মিয়ার বাবা জাহের মিয়া সহ অনেকেই। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জয়নাল মিয়া ফাঁসির ধরন থেকে বুজা যায় এটি ফাঁসি নয়। পরিকল্পীত ভাবে তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে।
উল্লেখ্য যে, মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের বহরা গ্রামের জাহের মিয়ার ছেলে জয়নাল মিয়া কে হত্যার অভিযোগ এনে তার পিতা জাহের মিয়া বাদি হয়ে পুত্রবধু মোছাঃ হেলেনা বেগম কে আসামী করে গত ২৯ জুন হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-০৬) আদালতে একটি মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মাধবপুর থানাকে এফআইআর করার নির্দেশ দেন। কিন্তু এখন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি। আসামীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে।