মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে নিয়ে ভারতের নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কটাক্ষের প্রতিবাদে সাত্তালিয়া একতা ইসলামি যুব সংঘের আয়োজনে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন শুক্রবার স্থানীয় সাত্তালিয়া বাজারে উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনর সহ- সভাপতি মোঃ কাউছার আহমেদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ এনামুল হক সরদার।
উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন: আবুল কালাম,আবু তাহের,সাইফুল ইসলাম,সাহিদুল আলম কামাল প্রমুখ। বক্তাগন
অনতিবিলম্বে ভারতের রাষ্ট্র প্রধানকে নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কে গ্রেফতার করে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করার উদাত্ত্ব আহবান জানান,অন্যথায় বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ভারতের সঙ্গে সকল প্রকারের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে,পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্র প্রধানকে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে ঢাকায় নিযুক্ত ভারতের দূতাবাসকে তলব করার জন্য আহ্বান জানান।