সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার প্রত্যন্ত এলাকায় বন্যা দূর্গতের মাঝে আজ ত্রাণ সমগ্রী বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে অনির্বাণ লাইব্রেরীর আয়োজনে ও ছাতক ফারুক আহমেদ ট্রাষ্ট এবং সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে উপজেলার দুই হাজার অসহায় ও বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।আইটেমের মধ্যে চাল, আটা, তেল, ডাল সহ মোট ১৭ কেজি ওজনের বিভিন্ন জাতের ত্রাণ। অনির্বাণের প্রতিষ্টাতা বাংলাদেশ পুলিশের ডিআইজি জয়দেব কুমার ভদ্রের প্রচেষ্টায় ও বিবিসির জরিপে বৃটেনের সেরা শেফ ইংল্যান্ড প্রবাসী আবুল হোসেন এ ত্রাণ বিতরণের উদ্যোগ নেন। সার্বিক তত্বাবধানে ছিলেন এনটিভি ইউরোপের ব্যুরো চীফ ফারসু আহম্মেদ চৌধুরী।
বিতরণকালে উপস্থিত ছিলেন-সুনামগঞ্জের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।