হবিগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং -চট্ট-১৯৭৯) এর নবগঠিত সদর উপজেলা শাখার কমিটি অনুমোদন করা হয়েছে। জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ আশরাফ উদ্দিন আহমেদ শামীম ও সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান (শিপু) উক্ত কমিটি অনুমোদন দেন।
নবগঠিত সদর উপজেলা শাখার সভাপতি পদে সুমন আহমেদ রাজু আলী ও সাধারণ সম্পাদক পদে আব্দুল আওয়ালকে নির্বাচিত করা হয়। পরে কমিটির সকল নেতাদের ও শ্রমিকবৃন্দদের সামনে কমিটির হাতে তুলে দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মিয়া, ও সি,এন,জি, মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক, শাহ শামিমুর রহমান স্বপন এবং শ্রম ও কল্যাণ সংবাদক মোঃ আজিজুল ইসলাম সজীবসহ সকল নেতাদের ও শ্রমিকবৃন্দ্র।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা হবিগঞ্জ সদর উপজেলা সহ হবিগঞ্জ জেলার সর্বস্তরের শ্রমিকদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল রাতে এক আনুষ্ঠানিক সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষিত হয়। কমিটির আগামী পদক্ষেপ বিবিধ আলোচনার পর সকলে মিষ্টিমুখ করে আর কোনো বক্তব্য না থাকায় সকলের সুস্বাস্থ্য কামনা করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।