চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলার ইকরতলী আশ্রয়ন প্রকল্পের ৬০টি পরিবারে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়েছে।জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোজাম্মেল হোসেন এসব খাবার বিতরণ করেন। খাবারের মধ্যে রয়েছে চাল, ডাল, তেল. লবন, চিনি, সেমাই, বিভিন্ন ফলমুল। এসময় স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য ও গনমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
ডাঃ মোজাম্মেল হোসেন বলেন, ২৩ থেকে ২৯ এপ্রিল পুষ্টি সপ্তাহ চলছে। এ উপলক্ষে ৭ দিনের নানা কর্মসূচীর মধ্যে আজ ছিল আশ্রয়নের ৬০ পরিবারের মধ্যে খাবার বিতরণ। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের এবং হাসপাতালে সেবা নিতে আনা গরীব রোগীদের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।