হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা বিএনপির সাবেক সদস্য, উবাহাটা ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য, বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও উবাহাটা ইউনিয়ন ছাত্রদলের সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ বোরহান উদ্দিনের পিতা মোঃ ফরিদ উদ্দিন আহাম্মদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার।
আজ বৃহস্পতিবার প্রেরিত বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। শোক বার্তায় তিনি বলেন, তার মৃত্যু বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের জন্য অত্যন্ত মর্মস্পর্শী ও বেদনার এবং জাতীয়তাবাদী পরিবার হারালো অসাধারণ একজন জাতীয়তাবাদী প্রাণ, যাঁর অভাব সহজে পূরণ হবার নয়। ফরিদ উদ্দিন আহাম্মদ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপিকে সু-সংগঠিত, শক্তিশালী ও জনপ্রিয় করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য গুনগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান।
উল্লেখ্য যে, মোঃ ফরিদ উদ্দিন আহাম্মদ গতকাল বিকাল ৫টা ৫০মিনিটে তিনি নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।