চুনারুঘাট উপজেলার পজেলার পাইকপাড়া ও মিরাশি ইউনিয়নের রাকি আশ্রয়ন সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে এবং ছড়া সংলগ্ন জমিহতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।আজ
রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয।
এসময় উপজেলার পাকুড়িয়া গ্রামের মোঃ জুনাইদ মিয়া (২২) ৫০ হাজার টাকা এবং হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর গ্রামের মো: লিটন মিয়া কে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
অবৈধভাবে বালু উত্তোলন এর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান এ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট।