সলিলোকুই
অতঃপর সব শেষ হয়ে গেল…
পাখিরা সব সূর্য-স্নানে ক্লান্ত হয়ে
ফিরে যায় নীড়ে,
হুক্কা হুয়া রবে মহা শোরগোল পড়েছে বনে
মহাতেজী রবিকর জীবন বিলিয়েছে আঁধারে।
গোধূলির রাঙা ধূলোয়
সায়াহ্ন হাজির দরজার আড়ালে।
আবার অপেক্ষা নতুন ভোরের…
আবার অপেক্ষা নতুন সূর্যের।।
ঘোর লাগা চোখে
এলোমেলো লাগে সব,
দন্তহীন হাসিতেও মুক্ত ঝরে।
ঘোর লাগা চোখে
এলোমেলো লাগে সব,
কুঞ্চিত ভ্রুও প্রেমভরে ডাকে।
অতঃপর সব শেষ হয়ে যায়…
তুমুল ঝড়ে উপড়ে যায় সকল বৃক্ষরাজি,
প্রবল প্লাবনে ভেসে যায় আমি, তুমি, আমরা।
মহাপরাক্রম তলোয়ার আজ ভেঙে খানখান।
আবার অপেক্ষা কাঞ্চনজঙ্ঘার
আবার অপেক্ষা নতুন ঊষার….
লেখক
এসএম রাজু আহমেদ
অতিরিক্ত পুলিশ সুপার
খুলনা জেলা পুলিশ।
০৫/০৪/২০২২ খ্রিঃ
খুলনা।