চুনারুঘাট উপজেলায় দারাগাও চা বাগান ম্যানাজার ওয়াসিফ রহমান চৌধুরী বিরুদ্ধে মামলার ঘটনায় সাধারণ চা শ্রমিকরা মানববন্ধন করেছে। সোমবার (৪এপ্রিল) সকালে দারাগাও চা বাগানের ম্যানাজার ওয়াসিফ রহমান কর্তৃক মামলা প্রত্যাহারের দাবিকে সাধারণ চা শ্রমিকরা মানববন্ধনে ডাক দেয়। চা শ্রমিক সুমন ব্যানার্জীকে আসামি করায় তীব্র নিন্দা জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এর পূবে রবিবার দারাগাও বাগানের চা শ্রমিকরা মামলা প্রত্যাহারে দাবিতে পুলিশ সুপার বরাবরে একটি স্বারকলিপি প্রদান করে। মানববন্ধনে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন পঞ্চাথ নেতা প্রেমলাল আহিড়,সুরেশ আহির,সুমনসহ ৩শতাধিক শ্রমিক।
উল্লেখ্য গত ১৩ মার্চ রাতে বাগানের ম্যানাজার ওয়াসিফ রহমান চৌধুরী উপর কে বা কারা হামলা করে আহত করে। এ ঘটনার জেরে ম্যানাজার বাদী হয়ে চা শ্রমিক সুমন ব্যানর্জীকে আসামী করে চুনারুঘাট থানায় একটি লেখিত অভিযোগ দেয়া হয। অভিযোগের প্রেক্ষিতে থানার দারোগা মোতালিব তদন্তের দায়িত্ব পান। এর পর থেকেই চা-শ্রমিকরা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ফুঁসে উটে।