চুনারুঘাটের গাজিপুর ইউনিয়নের ভিজিডি ও দশ টাকা দরে চাউল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী। আজন
(১৪ মার্চ) সোমবার সকালে গাজিপুর ইউনিয়ন পরিষদ ও জারুলিয়া মান্নান ডিলারের দোকানে চাউল বিতরণ উদ্বোধন করেন।এ সময় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
গাজিপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেছেন,জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতেই এসেছি।আমি জনগণের লোক, তাদের সমস্যা নিরসন ও উন্নয়নের সম্ভবনা দ্বার উন্মোচন কল্পে কাজ করছি।দীর্ঘদিনের শালিসি জট খুলে ইতিমধ্যে ইউনিয়নের শতাধিক সামাজিক সমস্যা বিচার-শালিসের মাধ্যমে শেষ করেছি।জারুলিয়া গ্রামের ২৩ বছরের সমস্যা সমাধান করেছি।তিনি আরো বলেন,পর্য্যায়ক্রমে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে কাজ করবো।অতিতের সকল রেকর্ড ভেঙ্গে গাজিপুর ইউনিয়ন হবে একটি আধুনিক ইউনিয়ন।সেই লক্ষ পরিকল্পনানুযায়ী কাজ করছি।তিনি সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন।