লাখাইয়ে বুল্লা বাজারে তুলার গুদামে অগ্নিকান্ডে ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়েগেছে । উপজেলার বুল্লা বাজারে বিসমিল্লাহ জননী বেডিং স্টোরের গুদামে মেশিনপত্র ভষ্মীভূত হয়।
রবিবার (৬ মার্চ) দুপুর ২ ঘটিকায় বেডিং স্টোরের স্বত্তাধিকারী বুল্লাবাজার সংলগ্ন বাজারের উত্তর পাশের গুদামে ধো্ঁয়া উঠতে দেখ পান । এ সময় তিনি এগিয়ে এসে অগ্নিকান্ডের বিষয়টি দেখতে পান। পরে তিনি স্থানীয় লোকজনকে অবগতি করলে বাজার ব্যবসায়ী ও স্থানীয় পূর্ববুল্লা গ্রামের লোকজন সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এরই মধ্যে তার সেমি পাকা গুদাম গৃহের সমুদয় তুলা ও তুলা ধুনার মেশিন পুড়ে ভষ্মীভূত হয়ে যায়। পরবর্তীতে হবিগঞ্জ থেকে ফায়ার সার্ভিসেস এর একটি ইউনিট এসে আগুন পুরোপুরি নিভাতে সক্ষম হয়।
এ ব্যাপারে বেডিং স্টোরের স্বত্তাধিকারী জিয়াউর রহমান জানান কিভাবে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে তা বলতে পারছিনা তবে গুদামের রাস্তার পাশের জানালা খোলা ছিল। হয়তোবা কেউ বিড়ি সিগারেট খেয়ে ফেলতে পারে। আমার প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।