প্রতি বছরের ন্যায় এ বছরেও বুল্লা বাজারে আইএফআইসি ব্যাংক এর উদ্যেগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় বুল্লা বাজারে আইএফআইসি ব্যাংক কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক হবিগঞ্জ শাখার অফিসার মার্কেটিং এন্ড সেলস মোঃ জাহাঙ্গীর আলম এবং আইএফআইসি ব্যাংক বুল্লা বাজার – লাখাই উপশাখার অফিসার ইনচার্জ এহসানুল মাহবুব ও টিএসও সিফাত হোসেন।
সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বুল্লা – সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো ফজলুল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন বুল্লা বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতি এর সভাপতি মোঃ আশিক আহমেদ রাজীব ও সাধারণ সম্পাদক মোঃ জুনাঈদ মিয়া চৌধুরী। সভায় আরও উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বাহার উদ্দিন।
উল্লেখ্য, আইএফআইসি ব্যাংক ব্যাবসার পাশাপাশি প্রতি বছরই বিভিন্ন সময় পিঠা উৎসব, বৃক্ষ-রোপণ কর্মসূচী, মধুমাস উৎসব, আর্থিক সাক্ষরতা অনুষ্ঠান সহ বিভিন্ন সামাজিক কর্মসূচী পালন করে থাকে।