আন্তর্জাতিক ডেস্কঃ
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। সেখানে দায়িত্বপালনকালে রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিয়েছে ইউক্রেনের ১৩ সেনা।
গতকাল বৃহস্পতিবার পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। সেখানে দায়িত্বপালন করছিলেন ইউক্রেনের ১৩ সেনা।
ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর কৃষ্ণ সাগরের ছোট্ট দ্বীপ স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। সেখানে দায়িত্বপালনকালে রাশিয়ার সেনাদের কাছে আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিয়েছে ইউক্রেনের ১৩ সেনা।
গতকাল বৃহস্পতিবার পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার পর স্নেক আইল্যান্ড অবরোধ করে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। সেখানে দায়িত্বপালন করে করছিলেন ইউক্রেনের ১৩ সেনা।
রুশ সেনারা ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানায়। কিন্তু ইউক্রেনের ওই ১৩ সেনা আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানান। এর পরই সেখানে বোমা হামলা চালায় রুশ সামরিক বাহিনী এবং ১৩ ইউক্রেনীয় সেনা নিহত হন।জাহাজটি থেকে ইউক্রেনের সেনাদের উদ্দেশ্য করে রাশিয়ার এক কর্মকর্তা বলেন, এটা সামরিক জাহাজ, এটা রাশিয়ার সামরিক জাহাজ।
আমরা তোমাদের অস্ত্র পরিত্যাগ করে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছি। রক্তপাত বন্ধ এবং অপ্রয়োজনীয় হতাহত বন্ধে এমন পদক্ষেপ উল্লেখ করে রুশ কর্মকর্তা বলেন, আত্মসমর্পণ না করলে তোমাদের ওপর বোমা বর্ষণ করা হবে।
সূত্র: ডেইলি মেইল।