শায়েস্তাগঞ্জ প্রতিনিধঃ শায়েস্তাগঞ্জে বিপুল পরিমান গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ । (২২ ফেব্রুয়ারি) মঙ্গলবার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় চন্দ্র দেব এর নেতৃত্বে ও এসআই মোহাম্মদ জসিমসহ একদল পুলিশ রাত ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার দাউদনগর বাজার থেকে পিকআপ গাড়ী তল্লাশী করে ৫৭ কেজি জব্দ করে। যার বাজার মূল্য ৫ লাখ ৭০ হাজার টাকা হবে।
পুলিশ জানায়, তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাতভর একাধিক অভিযান চালিয়ে তিন মাদন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। আটককৃতরা হল- বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের লম্বাবগি এলাকার মৃত ইসমাইল মিয়ার ছেলে শফি আহমদ বাদল (৩৫) ও একই উপজেলার পূর্ব তোপখানা গ্রামের সাজ্জাদুর রহমানের ছেলে এবাদুর রহমান (১৯) এবং বাহুবল উপজেলার কাইতপাড়া গ্রামের মৃত দরবেশ আলীর ছেলে বাবুল মিয়া (৬০)। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ মামলা পুলিশ বাদী হয়ে দায়ের করেছে।