হবিগঞ্জের চুনারুঘাটে ‘ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে’ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।
৬ অক্টোবর সকাল ১১ ঘটিকায় ইসলামী ব্যাংক চুনারুঘাট শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন চৌধুরী মোহাম্মদ আলী জিন্নাহ, নূরে আলম হাবিবী, আব্দুল্লাহ আল মামুন, শাহাবুদ্দিন, মোতাব্বির হোসেনসহ অন্যান্য চাকুরী প্রত্যাশীরা।
বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশীদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে বক্তারা বলেন-বিগত দিনে মেধাভিত্তিক মূল্যায়ণ না করে গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দিয়ে একটি বিশেষ অঞ্চলের লোকদের নিয়মনীতির তোয়াক্কা না করেই ইসলামী ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী দেয়া হয়েছিলো। এতে করে প্রকৃত মেধাবীরা চাকুরি থেকে বঞ্চিত হয়েছেন। আমরা চাই দ্রুত এসব অবৈধ নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে চাকুরির ব্যবস্থা করা হোক।