“এসো হে নবীন,এসো হে দ্বারে,নব যুগ ডাকিছে তুমারে”এই শ্লোগান কে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর সৈয়দ সইদউদ্দীন ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কলেজের এসএম ফয়সল অনার্স ভবনে নবীন বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ জাহির উদ্দিন, কলেজের গনিত বিভাগের প্রভাষক আবু সাইদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক উপজেলা পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক তালুকদার, মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবদুল আজিজ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, কলেজ গভর্নিং বডির সদস্য পংকজ কুমার রায়, আঃ সহিদ কাইছ,নকলেজের শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, ডিজিটাল টেকনোলজি বিভাগের শিক্ষক আব্বাস মিজান, মইন উদ্দিন, নজরুল ইসলাম, স্নাতক সম্মান চতুর্থ বর্ষের ছাত্র আশরাফুল বারী খান,বরনকৃত ছাত্র শাহরিয়ার আলম প্রমুখ।
প্রধান অতিথি সৈয়দ মোঃ শাহজাহান বলেন কলেজের সকল ছাত্র ছাত্রীদেরকে ভাল করে লেখা পড়া করার আহবান জানান, ছাত্রদের কে মাদক ব্যবহার দূরের কথা মাদকে সম্পৃক্ত কারো সাথে চলা ফেরা না করতে নির্দেশনা প্রদান করেন। কলেজের অতীত ভূলে নতুন উদ্যমে ফলাফলের আশাবাদ করেন।