হবিগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী, জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের সমন্বয়ে পরিচালিত এক যৌথ অভিযানে নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে ব্যাপক অনিয়ম ও অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেছে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা করছে এবং কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনোলজিস্ট ছাড়াই ল্যাব পরিচালনা করে রোগীদের প্রতারিত করছে।
অভিযান পরিচালনাকালে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক আজিজুল হক রামিমকে ১ মাসের কারাদণ্ড এবং স্টাফ লিলি আক্তারকে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়াও, প্রতিষ্ঠানটি সকল প্রয়োজনীয় শর্তাবলি পূরণ না করা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।