বানিয়াচংয়ে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের কর্তৃক বাস্তবায়িত (এপিসি)প্রকল্পের মাধ্যমে তিনটি কিশোর-কিশোরী ক্লাবে শারীরিক শাস্তি’র অবসান নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আলোচনা সভা শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
(২৭ এপ্রিল)বুধবার সুবিদপুর রজনীগন্ধা কিশোর-কিশোরী ক্লাব,আমিরখানী গোলাপ কিশোর-কিশোরী ক্লাব ও শরীফখানী ভাটিবাংলা কিশোর -কিশোরী ক্লাবে ইফতারের পূর্ব মূহুর্তে উক্ত আলোচনা সভা ও সভা শেষে ইফতার বিতরণ সম্পন্ন হয়।উক্ত আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক অফিস বানিয়াচংয়ের (এপিসি) প্রকল্পের সিআরএফ নূর মোহাম্মদ আলী শারীরিক নির্যাতন কি,নির্যাতনের ক্ষতিকর প্রভাবও এর থেকে মুক্তির বা উত্তরণের উপায়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।তিনি বলেন, শিশুদের সাথে সকল ধরনের শারীরিক শাস্তি থেকে আমাদের সবাইকে বিরত থাকবে হবে।শিশুদের সাথে সবসময় সহানুভূতিশীল আচরণ করতে হবে।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন (সিএসপিবি) প্রকল্পের সমাজকর্মী সৈয়দ সুহেল রানা,মহিলা মেম্বার হুসনে আরা প্রমুখ।
এতে কিশোর -কিশোর ক্লাবের সদস্য, অভিভাবকগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।