বানিয়াচংয়ে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার ও পিছিয়ে পড়া রবিদাস সম্প্রদায়ের ১০ শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। আজ (২৪ এপ্রিল) রবিবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১- ২২ অর্থ বছরে ২য় কিস্তিতে প্রাপ্ত উপজেলা পরিষদের মিলনায়তনে ১০ জন হতদরিদ্র প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার এবং রবিদাস সম্প্রদায়ের ১০ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন,বর্তমান সরকার জনবান্ধব সরকার। জনগনের কল্যাণ সাধনে বর্তমান সরকার, শিক্ষা, চিকিৎসা, স্বাস্হ্য, যোগাযোগ ব্যবস্হায় , কৃষিক্ষেত্রে,ইত্যাদি নানান কর্মসূচির মাধ্যমে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছে।এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)ইফফাত আরা জামান উর্মী,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এমরান হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল আমিন,বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া,সাংবাদিক আক্তার হোসেন আলহাদী,শাহ সুমন,সুজন মিয়া,তাপস হোম,শেখ নুরুল ইসলাম, হৃদয় খান প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ
- হৃদয় খান, বানিয়াচংঃ
- আপডেট সময় ০৩:৩৩:১৯ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- ১৯৪ বার পড়া হয়েছে
ট্যাগস :