চুনারুঘাট উপজেলার রাজার বাজার বাসুল্লা সড়কের মাঝখানের খালটি ভরাট করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে।এ নিয়ে এলাকায় চাঞ্চলকর সৃষ্টি হয়েছে।পরে বিষয়টি চুনারুঘাট উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ রয়েছে।
অভিযোগ উঠেছে উপজেলার রাখী গ্রামের খুরশেদ আলী মীরের পুত্র আহম্মদ আলী মীর।
সরেজমিনে দেখা যায়, ওই খালটি দিয়ে আহম্মদাবাদ ইউনিয়ন এর অন্তত ১০ টি গ্রামের পানি গিয়ে খোয়াই নদীতে পড়ে। কিন্তু খালটি ভরাট হলে পানি বন্দী হতে পারে ১০টি গ্রাম ও কয়েকশ একর আবাদি জমি।এর ভিতরে রয়েছে রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র একটি বাজার, কয়েকটি মাদ্রাসা ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়।