হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ পৌর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ফেব্রুয়ারি) বেলা ১২টায় শহরের শায়েস্তানগর বাজার এলাকায় অবস্থিত ৩টি মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ শাখার সহকারী পরিচালক দেবানন্দ সিনহা ।
অভিযানকালে দোকানে মূল্য তালিকা না থাকার কারণে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হল-সানু গোস্তের দোকানকে ৩ হাজার টাকা, রেনু মিয়া গোস্তের দোকানকে ৩ হাজার টাকা, ভাই ভাই গোস্তের দোকানকে ৩ হাজার টাকা । এ অভিযানে সহযোগিতা করেন র্যাব-৯ এর একটি টিম ।