হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জে জঙ্গিবাদ, বাল্যবিবাহ, যৌতুক, মাদক, মানব পাচার, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং নারীর ক্ষমতায়ন সম্পর্কে সচেতনামূলক মহিলা সভাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় হবিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে জেলা তথ্য অফিস উদ্যোগে ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এ সমাবেশ আয়োজন করা হয়। এ-উপলক্ষ্যে আলোচনা সভায় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন-হবিগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ নাজমুল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন-হবিগঞ্জ জেলা তথ্য অফিসার পবন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন-মহিলা বিষয়ক অধিদপ্তর হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।সমাবেশে বিভিন্ন সংগঠনের নারীরা অংশ গ্রহণ করে।
সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, তথা প্রযুক্তির যথাযথ ব্যবহার এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সরকারের সাফল্য সমূহ তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়নে প্রতিটি নারীকে দক্ষতার সাথে নিজেকে গড়ে তোলার আহবান জানানো হয়।