চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউপির ১নং ওয়ার্ডের দক্ষিণ আমকান্দি গ্রামের সরকারি রাস্তা দখল করে খাল খনন ও পিলার নির্মাণ করেন অভিযোগ উঠেছে একই গ্রামের প্রভাবশালী আওয়াল মিয়া (৪০) নামের এক ব্যক্তি। সে ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে।
বিষয়টি গ্রামের জনসাধারণের দৃষ্টিগোচর হলে তারা সম্মিলিতভাবে উপজেলার ইউএনও ও পুলিশকে মৌখিকভাবে অবগত করে।
চুনারুঘাট থানার দারোগা রাজেস সরেজমিনে পরিদর্শন করে বিষয়’টি সমাধানের লক্ষ্যে আওয়াল মিয়া ও গ্রামের মুরুব্বিদের থানায় ডাকা হলে আওয়াল মিয়া বিষয়’টি এড়িয়ে যায়। থানা পুলিশের ডাকে কোনো সাড়া দেয়’নি।
জানা যায়;চুনারুঘাটের বাল্লারোডের সাথে সংযুক্ত আমকান্দি মাস্টার বাড়ীর রাস্তার পাশে প্রায় ত্রিশ ফুট চওড়া অংশে আওয়াল মিয়ার বাড়ীর অবস্থান।
আর এই অংশটুকুই দখলে নিয়ে খাল খনন ও পাকা পিলার নির্মাণ করা হয়। গ্রামবাসীরা অনেকবার বিচার-শালিসে বসলেও আওয়াল মিয়া রায় মানতে নারাজ।
এমনকি এলাকার অনেক’ই ইতিমধ্যে তার কাছ থেকে হুমকি পেয়েছে কেউ যদি তার খাল ভরাট ও পিলার অপসারণ করতে চায় তাকে সে দেখে নেবে।
এই নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া যে কোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। গ্রামবাসীরা প্রশাসনের দৃষ্টি কামনা করেন।