চুনারুঘাট উপজেলায় চলতি বোরো মৌসুমে সিনজেনটা এস.১২০৫ ধানের জাত প্রদর্শনী করে বাম্পার ফলন হয়েছে।
জানা যায় উপজেলার নয়ানী গ্রামের কৃষক স্বপন মিয়া সিনজেনটা এস ১২০৫ ধানের জাত প্রদর্শনী করে বাম্পার ফলন করেছেন।
কৃষক স্বপন মিয়া জানান চলতি বোরো মৌসুমে প্রাকৃতিক দূর্যোগ না থাকায় তার এক বিঘা জমিতে প্রায় ৩৪ মন ধান ফলন হয়েছে।
তিনি আরো জানান এ জাতের চাষ করে প্রতি শতকে সহজেই এক মনের অধিক ধান বেশি ফলন করা সম্ভব। এতে দেশের চালের চাহিদা মেঠানো ও সম্ভব।
রূপা প্রদর্শনী সিনজেনটা বাংলাদেশ লি: আয়োজিত ফসল কর্তন ও মাঠ দিবস উপলক্ষে গত কাল বিকেলে উপজেলার নয়ানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক হাজী মো: সৈয়দ উল্লার সভাপতিত্বে কৃষক-কৃষানীদের এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে চুনারুঘাট উপজেলার সিনজেনটা লি: এর দায়িত্বে থাকা সেলস প্রমোশন অফিসার শাখাওয়াত হোসেন,
মার্কেট ডেভলপার শামছুল ইসলাম, হবিগঞ্জ ইউনিটের এর এরিয়া সেলস ম্যানেজার মো: মাসুদ হোসেন মুন্সী, সিনজেনটার পরিবেশক মেসার্স রাহা এন্টার প্রাইজ এর মীর হোসেন সহ এলাকার কৃষক-কৃষনী উপস্থিত ছিলেন। এবং ফসল ও মাঠ দিবস সম্পন্ন করা হয়।