চুনারুঘাটের শেকড় সামাজিক সংগঠনের ইফতার মাহফিল ও অনলাইন কোরআন তেলাওয়াত, হামদ নাত ও পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও গতকাল (২৯ মার্চ) পৌর শহরের বান্নি পার্ক ও রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় শেকড় সংগঠনের সভাপতি নুরুজ্জামান তরফদার স্বপনের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশ সেরা নাক, কান ও গলা রোগে বিশেষজ্ঞ ডাক্তার অধ্যাপক কামরুল হাসান তরফদার।
বিশেষ অতিথি ছিলেন শেকড়ের উপদেষ্টা উপ-সচিব রিপন কবির লস্কর, সহযোগী অধ্যাপক মাজহারুল ইসলাম, একে এম মনিরুজ্জান তরফদার, আমার দেশ পত্রিকার পাঠক ফোরামের চুনারুঘাটের সভাপতি মাষ্টার আব্দুল ওয়াদুদ খাঁন, চুনারুঘাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর সাহেব আলী, সদস্য সচিব আবুল কাসেম, চুনারুঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মহিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, চুনারুঘাট প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আলাউদ্দিন, শেকড় সামাজিক সংগঠনের সিনিয়র সহ সভাপতি মকলিছুর রহমান লস্কর, পৌর কমিটির সভাপতি মাস্টার তৌফিকুল ইসলাম রুমন, সাধারণ সম্পাদক জামাল তরফদার, সাংগঠনিক সম্পাদক রুমন মিয়া, আবুল কালাম, মুফতি আমান উল্লাহ, আহাম্মদাবাদ ইউনিয়ন সেক্রেটারী সফিকুল ইসলাম দুর্জয়।
এতে বক্তব্য রাখেন, শেকড়ের সদস্য কামরুজ্জামান জামান মাসুম, এসএম মিজান মাস্টার, জোনাক মিয়া, মামুন ভূইয়া, আবুল কাসেম, ডেন্টস্টি এসএম আলমগীর, জসিম উদ্দিন, আহমেদ আলাউদ্দিন, আব্দুল হাই সহ অনেকেই।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক সহ বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ।
সভায় সকল বক্তাগণ শেকড়ের ভূয়সী প্রশংসা করে বলেন, চুনারুঘাটের ঐতিহ্যবাহী একটি সংগঠন এটি। এই শেকড় অনেক দূর এগিয়ে গেছে।
সমাজের বিভিন্ন পেশায় নিয়োজিত মানুষের পাশে শেকড় প্রশংসার দাবী রাখে। প্রধান অতিথি অধ্যাপক কামরুল হাসান বলেন আমি শেকড়ের সাথে আছি।
শেকড় সংগঠনটি ইতিমধ্যে অনেক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। তিনি বলেন আমি চুনারুঘাটে একটি হার্ট ফাউন্ডেশন করতে চাই। চুনারুঘাটবাসী আমার পাশে আমি তা বাস্তবায়ন করতে চাই।
ইতিমধ্যে চুনারুঘাটের এ হাসপাতালের জন্য অনেক ভুক্তভোগী। হার্ট ফাউন্ডেশনের জন্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার শেকড় সামাজিক সংগঠনের সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।
শেকড় বিভিন্ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার ৫০ জন আজীবন সদস্যদের ঈদ উপহার প্রদান করেন।
আলোচনা সভা শেষে কোরআন তেলাওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে নগদ অর্থ ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।