চুনারুঘাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জনতার উপর হামলার ঘটনায় মিরাশী ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি মোঃ জামাল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৯নভেম্বর) রাতে চুনারুঘাট থানার উপ পরিদর্শক ওয়াশিম এর নেতৃত্বে একদল পুলিশ মিরাশি ইউনিয়নের নালমুখ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে পড়াঝার গ্রামের বাসিন্দা ও ১০ নং মিরাশী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য।
জানা যায়, চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুনব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রজনতার উপর হামলায় ঘটনায় চুনারুঘাট থানায় সম্প্রতি একটি মামলা দায়ের করেন যুবদল নেতা নাছির মিয়া। উক্ত মামলায় হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল সুমনকে ১নং আসামীসহ বেশকয়েজন চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতৃবৃন্দদের আসামীরা করা হয়। উক্ত মামলায় এজাহার ভুক্ত ইউনিয়ন তাতীলীগের সভাপতি জামাল মেম্বার।
প্রসঙ্গ, জামাল মেম্বারের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে এলাকার স্বামী পরিত্যক্ত, সুন্দরী যুবতী সহ গ্রামের সহজ, সরল নারীদের লোভনীয় অপার দিয়ে বিদেশ পাচার করে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।
শুধু তাই নয় অনেক নারীদের ফাঁদে ফেলে ইজ্জত ও লোটে নেয়ারও অভিযোগ রয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে মানব পাচার সহ একাধিক মামলাও রয়েছে। একসময় সে জনপ্রতিনিধি ও আওয়ামীলীগ নেতা হওয়ায় তার বিরুদ্ধে কথা বলার সাহস পায়নি ভুক্তভোগীরা ।