চুনারুঘাটে এক স্কুল শিক্ষিকার ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। গতকাল শুক্রবার কোন এক সময়ে সংবদ্ধ চোরেরা ঘরের থাকা মালামাল লুটে নিয়ে যায়।
অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার পাইকপাড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের গৃহকর্তা চাকুরিজীবী মোহাম্মদ সফিকুর রহমান ও স্কুল শিক্ষিকা দিলরুবা শিকদার তারা দু’জন ডাক্তার দেখাতে হবিগঞ্জ শহরের স্বপরিবারে যান।
এই ফাকে ফাঁকা বাড়িতে রাতে সংবদ্ধ চুরেরা হানা দেয়। তালা বদ্ধ থাকা ঘরে চোরেরা ভেন্টিলেটর ভেঙ্গে প্রবেশ করে।
এসময় ঘরের স্টিলের আলমারি ভেঙ্গে নগদ ৪৩ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালঙ্কার, ১টি ওভেন মেশিন, কাপর-চোপর, ১টি টিভিসহ প্রায় ৪ লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
গতকাল শুক্রবার ভোর সকালে প্রতিবেশীর এক ফোন পেয়ে স্কুল শিক্ষিকা দিলরুবা এ ঘটনার খবর পেয়ে নিজ বাড়িতে আসেন। পরে ঘরে প্রবেশ করে দেখতে পান সব কিছু এলোমেলো অবস্থায় রয়েছে।
চোরেরা ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে পেছনের দরজা ভেঙে পালিয়ে যায়।
এ বিষয় টি গৃহকর্তা সফিকুর রহমান চুনারুঘাট থানা পুলিশ কে অবগত করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ওইদিন রাতে গৃহকর্তা চুনারুঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।