হবিগঞ্জ ০১:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হবিগঞ্জ-৪ এর রাজনৈতিক ঐতিহ্য Logo চুনারুঘাটে সাংবাদিক নোমান কে প্রাণনাশের হুমকি, থানায় জিডি Logo চুনারুঘাটে প্রবাসীর বাড়িতে ডাকাতি ও হত্যা মামলার আসামি আব্দুল হক কুটি র‌্যাবের হাতে গ্রেফতার Logo ফ্যাসিষ্ট শেখ হাসিনার সময়ে প্রতিটি খুন-গুমের বিচার বাংলার মাটিতে হবে-মামুনুল হক Logo দেশকে অস্থির করার জন্য স্বৈরাচারের দোসরা নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে, সৈয়দ মোঃ শাহজাহান Logo চুনারুঘাটে টিসিবির পন্য বিক্রি না করে মজুদ: ২ ডিলারের মালিক আটক Logo মাধবপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Logo চুনারুঘাটে পৃথক স্থান থেকে নারী সহ ৩ মরদেহ উদ্ধার Logo ফ্যাসিবাদ আজ পালিয়ে বেড়াচ্ছে! মোহাম্মদ সুমন Logo চুনারুঘাটে বেপরোয়া মোটরসাইকেলের চালকের ধাক্কায় অবসরপ্রাপ্ত সার্জেন্ট গুরুত : আহত ঢাকায় সিএমএইচে ভর্তি
সাক্ষাৎ এ বর্তমান সংকট উত্তরণে আইন এবং সাংবিধানিক উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা

রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে গেলেন আইন ও সংবিধান বিশ্লেষক সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে স্বাক্ষাৎ করেছেন ল’রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি এবং আইন ও সংবিধান বিশ্লেষক চুনারুঘাটের কৃতিসন্তান সালেহ উদ্দিন। তিনি জানান, নতুন সরকারকে সর্বাত্মক সহায়তা করবেন রাষ্ট্রপতি।

গতকাল (৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে প্রায় পৌনে এক ঘন্টার এই সাক্ষাৎ এ বর্তমান সংকট উত্তরণে আইন এবং সাংবিধানিক উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সাংবাদিক সালেহ উদ্দিন জানান, রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি বঙ্গভবনে গিয়েছিলেন। এসময় তারা নতুন সরকার গঠন এবং ভবিষ্যত সরকার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন সরকার গঠন হচ্ছে কী–না এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, সংবিধান বহাল রেখে নাকি বাতিল করে হবে–এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি নতুন সরকারের ওপরে ছেড়ে দিতে চান বলে জানিয়েছেন।

সালে উদ্দিন বলেন, ‘নতুন সরকার যদি এটাকে গণঅভূত্থানের ধারাবাহিকতায় সংবিধানের বাইরে গিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে চান তাহলে এক উপায়ের কথা চিন্তা করা হচ্ছে। যেমন সামরিক আইন জারির পরে মার্শাল’ল প্রোকলেমেশন দিয়ে হত।

২০০৭ সালে সেনা সমর্থিত জরুরী অবস্থার সরকারের সময় জরুরী বিধিমালা দিয়ে সরকার পরিচালনা করা হয়েছিল। তাহলে এটা হবে জাতীয় বিপ্লবী সরকারের ঘোষণা সংক্রান্ত বিধিমালা বা জাতীয় সরকারের আদেশ সংক্রান্ত বিধিমালা।’

তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে সরকার গঠন করতে চাইলে কিছু সাংবিধানিক ব্যতয় ইতিমধ্যেই ঘটে গেছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ, সংসদ বাতিল এবং সংসদ গঠন সংক্রান্ত বিষয়ে যে নির্দেশণা রয়েছে তাতে বলা আছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংসদের আস্থাভাজন অন্য কাউকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন।

রাষ্ট্রপতি জানিয়েছেন আস্থাভাজন অন্য কাউকে পাওয়া যায়নি। সংবিধানের আরেকটি বিধান রয়েছে, অনুচ্ছেদ ৫৬ এর ২ এবং ৩ উপধারায় সংসদ বাতিল এবং আগামী নির্বাচনের অব্যহতিকালে নতুন মন্ত্রিসভা গঠনের প্রয়োজন হলে রাষ্ট্রপতি বাতিল সংসদের সদস্যদের মধ্য থেকে নিতে হবে।

দশজনের একজন সংসদের বাইরে থেকে নিতে পারবে। রাষ্ট্রপতি জানিয়েছেন তিনি কোন সংসদ সদস্যকে পাননি। সংসদ সদস্যরা বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে দেশ সরকারবিহীন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক যোগাযোগ এবং জনগনের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে রাষ্ট্রপতির অন্তর্হনিহিত ক্ষমতা প্রয়োগ করে তিনি একটি সরকার গঠন করবেন, সেটা জাতীয় সরকার হোক আর বিপ্লবী সরকারই হোক। তা নির্ধারণ করবে নতুন সরকার।

সিনিয়র সাংবাদিক এবং আইন ও সংবিধান বিশ্লেষক সালেহ উদ্দিন হলেন , সংবিধানের বাইরে গিয়ে সরকার গঠন হলে জাতীয় ঐক্যমতের প্রয়োজন পড়বে। কিন্তু সংবিধানের মধ্যে থেকে করতে হলে সরকার গঠনের পর সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। কারণ এখানে সংবিধানের কিছু ব্যতয় ঘটতে পারে।

রাস্ট্রপতি কি পরিস্থিতিতে এবং দেশ ও জাতির বৃহত্তর প্রয়োজনে এই সরকার গঠন করতে হয়েছে তা সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়ে অনুমোদন করে আনতে হবে। কেননা সংবিধানে একটি ক্রান্তিকালীন বিধান ছিল, পঞ্চদশ সংশোধনীতে এই ক্রান্তিকালীন বিধানও বাতিল করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের রেফারেন্স লাগবে।

রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, নতুন সরকার শপথ নেওয়ার পরে তারাই সিদ্ধান্ত নিবেন কোন প্রক্রিয়ায় সরকার পরিচালনা করা হবে। নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান রাষ্ট্রপতি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন নতুন সরকার বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

খন্দকার আলাউদ্দিন

হ্যালো, আমি খন্দকার আলাউদ্দিন, আপনাদের চারিপাশের সংবাদ দিয়ে আমাদের সহযোগিতা করুন।

একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যু ও হবিগঞ্জ-৪ এর রাজনৈতিক ঐতিহ্য

সাক্ষাৎ এ বর্তমান সংকট উত্তরণে আইন এবং সাংবিধানিক উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা

রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে গেলেন আইন ও সংবিধান বিশ্লেষক সিনিয়র সাংবাদিক সালেহ উদ্দিন

আপডেট সময় ০১:১২:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪

বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে স্বাক্ষাৎ করেছেন ল’রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি এবং আইন ও সংবিধান বিশ্লেষক চুনারুঘাটের কৃতিসন্তান সালেহ উদ্দিন। তিনি জানান, নতুন সরকারকে সর্বাত্মক সহায়তা করবেন রাষ্ট্রপতি।

গতকাল (৮ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে প্রায় পৌনে এক ঘন্টার এই সাক্ষাৎ এ বর্তমান সংকট উত্তরণে আইন এবং সাংবিধানিক উপায় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।

সাংবাদিক সালেহ উদ্দিন জানান, রাষ্ট্রপতির আমন্ত্রণে তিনি বঙ্গভবনে গিয়েছিলেন। এসময় তারা নতুন সরকার গঠন এবং ভবিষ্যত সরকার পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। সাংবিধানিক প্রক্রিয়ায় নতুন সরকার গঠন হচ্ছে কী–না এমন প্রশ্নের জবাবে সালেহ উদ্দিন বলেন, সংবিধান বহাল রেখে নাকি বাতিল করে হবে–এই সিদ্ধান্ত রাষ্ট্রপতি নতুন সরকারের ওপরে ছেড়ে দিতে চান বলে জানিয়েছেন।

সালে উদ্দিন বলেন, ‘নতুন সরকার যদি এটাকে গণঅভূত্থানের ধারাবাহিকতায় সংবিধানের বাইরে গিয়ে জাতীয় বিপ্লবী সরকার গঠন করতে চান তাহলে এক উপায়ের কথা চিন্তা করা হচ্ছে। যেমন সামরিক আইন জারির পরে মার্শাল’ল প্রোকলেমেশন দিয়ে হত।

২০০৭ সালে সেনা সমর্থিত জরুরী অবস্থার সরকারের সময় জরুরী বিধিমালা দিয়ে সরকার পরিচালনা করা হয়েছিল। তাহলে এটা হবে জাতীয় বিপ্লবী সরকারের ঘোষণা সংক্রান্ত বিধিমালা বা জাতীয় সরকারের আদেশ সংক্রান্ত বিধিমালা।’

তিনি বলেন, সংবিধানের মধ্যে থেকে সরকার গঠন করতে চাইলে কিছু সাংবিধানিক ব্যতয় ইতিমধ্যেই ঘটে গেছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর নিয়োগ, সংসদ বাতিল এবং সংসদ গঠন সংক্রান্ত বিষয়ে যে নির্দেশণা রয়েছে তাতে বলা আছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সংসদের আস্থাভাজন অন্য কাউকে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন।

রাষ্ট্রপতি জানিয়েছেন আস্থাভাজন অন্য কাউকে পাওয়া যায়নি। সংবিধানের আরেকটি বিধান রয়েছে, অনুচ্ছেদ ৫৬ এর ২ এবং ৩ উপধারায় সংসদ বাতিল এবং আগামী নির্বাচনের অব্যহতিকালে নতুন মন্ত্রিসভা গঠনের প্রয়োজন হলে রাষ্ট্রপতি বাতিল সংসদের সদস্যদের মধ্য থেকে নিতে হবে।

দশজনের একজন সংসদের বাইরে থেকে নিতে পারবে। রাষ্ট্রপতি জানিয়েছেন তিনি কোন সংসদ সদস্যকে পাননি। সংসদ সদস্যরা বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছেন। ফলে দেশ সরকারবিহীন হয়ে পড়েছে।

আন্তর্জাতিক যোগাযোগ এবং জনগনের জানমালের নিরাপত্তা এবং রাষ্ট্র পরিচালনার প্রয়োজনে রাষ্ট্রপতির অন্তর্হনিহিত ক্ষমতা প্রয়োগ করে তিনি একটি সরকার গঠন করবেন, সেটা জাতীয় সরকার হোক আর বিপ্লবী সরকারই হোক। তা নির্ধারণ করবে নতুন সরকার।

সিনিয়র সাংবাদিক এবং আইন ও সংবিধান বিশ্লেষক সালেহ উদ্দিন হলেন , সংবিধানের বাইরে গিয়ে সরকার গঠন হলে জাতীয় ঐক্যমতের প্রয়োজন পড়বে। কিন্তু সংবিধানের মধ্যে থেকে করতে হলে সরকার গঠনের পর সুপ্রিম কোর্ট থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। কারণ এখানে সংবিধানের কিছু ব্যতয় ঘটতে পারে।

রাস্ট্রপতি কি পরিস্থিতিতে এবং দেশ ও জাতির বৃহত্তর প্রয়োজনে এই সরকার গঠন করতে হয়েছে তা সুপ্রিম কোর্টে রেফারেন্স পাঠিয়ে অনুমোদন করে আনতে হবে। কেননা সংবিধানে একটি ক্রান্তিকালীন বিধান ছিল, পঞ্চদশ সংশোধনীতে এই ক্রান্তিকালীন বিধানও বাতিল করা হয়েছে। ফলে সুপ্রিম কোর্টের রেফারেন্স লাগবে।

রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে তিনি জানান, নতুন সরকার শপথ নেওয়ার পরে তারাই সিদ্ধান্ত নিবেন কোন প্রক্রিয়ায় সরকার পরিচালনা করা হবে। নতুন সরকারকে সর্বাত্মক সহযোগিতার কথাও জানান রাষ্ট্রপতি।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন নতুন সরকার বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ করেন।