হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন সম্প্রতি বিদ্যুৎপৃষ্টে নিহতের পরিবারের খুঁজ খবর নিয়ে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেছেন। এছাড়াও ভবিষ্যতে আরো সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
পরে চুনারুঘাট উপজেলার দক্ষিণ গ্রামে বিদ্যুৎপৃষ্টে নিহত কাউছার মিয়ার বাড়িতে সহায়তা নিয়ে হাজির হলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার।
গত মঙ্গলবার (৭ মে) বিকেলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জিআর ক্যাশ কর্মসূচির আওতায় হবিগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে ২০ হাজার টাকা, চাল, ডাল, আলু, লবন, পেঁয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস নিয়ে তিনি হাজির হন।
ইউএনও আয়েশা আক্তারকে কাছে পেয়ে নিহত কাওসার মিয়ার পরিবারের সদস্যরা খুবই খুশি হন।
এসময় উপস্থিত ছিলেন, পিআইও প্লাবন পাল, ইউপি চেয়ারম্যান নোমান চৌধুরী, সেলিম আহমেদ, সাংবাদিক খন্দকার আলাউদ্দিন, কাজী মাহদুল হক সুজন, ইউপি সদস্য সেফুল আক্তার সহ আরো অনেকে।
উল্লেখ্য, টমটম চালক কাউসার মিয়া গত ২৮ এপ্রিল রাতে টমটম চার্জ করতে গেলে বিদ্যুৎকৃষ্ট হয়ে নিহত হন। তিনি মৃত্যুর সময় তার স্ত্রী পাঁচ সন্তান রেখে গেছেন।