প্রতি বছরের ন্যায় পবিত্র মাহে রমজানকে ঘিরে আসন্ন ঈদ উপলক্ষে ফ্রেন্ডস ফাউন্ডেশন’৯১ ও এসএসসি’৯১ সিলেট বিভাগ এর মানবিক কার্যক্রমের চতুর্থ দিনে শনিবার (৬ এপ্রিল) ইফতার ও দোয়া মাহফিল এবং শতাধিক বাচ্চাদের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয় জামেয়া হযরত শাহজালাল (রঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, বাদাঘাট সিলেটে অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৩ এপ্রিল বুধবার হজরত শাহ সুন্দর (রাঃ) আরবিয়া ইসলামিয়া মাদ্রাসায় শতাধিক মাদ্রাসার শিক্ষার্থীদের ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে প্রথম বিতরন কার্যক্রম শুরু করা হয়।
দ্বিতীয় মানবিক কার্যক্রম বৃহস্পতিবার ৪ এপ্রিল মাহাদুল কোরআন নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসা এয়ারপোর্ট বাইপাস রোড সিলেটে ইফতার ও দোয়া মাহফিল এবং মাদ্রাসার শতাধিক বাচ্চাদের ঈদ উপহার ও ইফতার বিতরণ করা হয়।
গত শুক্রবার ৫ এপ্রিল তৃতীয় কার্যক্রম মারকাযু শায়খিল ইসলাম আল আমিন মাদ্রাসা ও এতিমখানা কাজিটুলায় ঈদ উপহার বিতরণ করা হয়।
ফ্রেন্ডস ফাউন্ডেশন ‘৯১ এবং এসএসসি’৯১ সিলেট বিভাগের বন্ধুদের উদ্যোগে যে সকল মানবিক বন্ধুদের সার্বিক সহযোগিতায় আমাদের মানবিক কার্যক্রম চলমান তন্মধ্যে বন্ধু মাহবুব আলম লস্কর, মোঃ ফয়সল আহমদ, তৌফিক আহমদ চৌধুরী, মোঃ রফিকুল ইসলাম (লন্ডন), মারুফ আহমদ (লন্ডন) শামীম আহমদ (লন্ডন) এনামুল হক লিলু, ফখরুদ্দিন রাজি (গ্রান্ড সিলেট) শেলী মরিয়ম (আমেরিকা) সারোয়ার হোসেন সেলিম, সিআইডি রিপন কুমার দে, কামরুল হোসেইন (লন্ডন) শারমিন সুলতানা (লন্ডন) সেলিম সিদ্দিক (লন্ডন) দিলরুবা চৌঃ, আমিনা বেগম আহমদ (লন্ডন) জাহাঙ্গীর আলম (লন্ডন) মো: শাহজাহান (লন্ডন) মোহাম্মদ এহরাম (লন্ডন) রোমান আহমদ চৌঃ (লন্ডন) তাহমিনা সুলতানা নিপু, কামাল আহমদ, তানিম জার্মানী, হোসেইন খান (লন্ডন) সালেহ আহমদ (লন্ডন) জোছনা বেগম (লন্ডন) তাহমিনা ইসলাম (সাস্ট) আব্দুল করিম কীম, উৎঞ্চল বড়য়া, বিপ্লব পাল, সিমিন আক্তার, রাজিব আহমদ, মাসুদ আহমেদ, শিব্বির আহমদ, বাছিত আহমদ, শাহ হান্নান, নাজমুন নাহার স্বপ্না, মামুন আহমদ, জুলহাস উদ্দিন, এড. শহিদুল, লাপাজ আল মাহমুদ, শাহ ইসমাইল, এড.সলমান, এড. ইশতিয়াক সোহেল, ছাবের আহমদ চৌঃ, আসাদুল আহমদ, সামাদ মাহমুদ সাফী, মুরাদ, রেণু, সানিয়া মখলিছ মিতালী, ইকরাম চৌঃ, কামাল আহমদ লিটন, সায়েল আহমদ, মনির আহমদ, আতিকুল, সানা উল্লাহ, রাইহান মাসুদ রাসেল, মুসফিকুর রহমান, নিয়াজ হায়দারী, সিরাজুল ইসলাম, সায়েদ সাহান প্রমুখ।
ভবিষ্যতেও আমাদের মানবিক কার্যক্রমের ধারা আরও বৃহত আকারে অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশনের বন্ধুরা আশাবাদ ব্যক্ত করে বলেন।
চার দিন ব্যাপী মানবিক কার্যক্রম নিয়ে ফ্রেন্ডস ফাউন্ডেশন’৯১ ও এসএসসি’৯১ এর এডমিন ফয়সল আহমদ আমাদের এসএসসি’৯১ সিলেট বিভাগ এবং ফ্রেন্ডস ফাউন্ডেশন ‘৯১ এর অনেক বন্ধুরা অনুষ্ঠানগুলো সফল করতে বন্ধুদের দেয়া দান খয়রাতগুলো সটিক জায়গায় পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেছেন তন্মধ্যে বন্ধু তৌফিক, মাহবুব লস্কর, রফিক, বিপ্লব, উৎফল, সরওয়ার সেলিম, লিলু, মাসুদ, হান্নান, শিব্বির সহ অনেকেই আমি সকল বন্ধুদের নিকট চিরকৃতজ্ঞ। বন্ধুদের দেয়া দান খয়রাত, শ্রম মহান রাব্বুল আমিন কবুল করুন এবং এর বিনিময়ে সকলের দুনিয়া- আখিরাতের শান্তিময় জিন্দেগী নসীব করুন। আমিন।